রিফাত হত্যাকারীদের গ্রেফতারে নির্দেশের অপেক্ষায় কেন আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্ন সেলিমা রহমানের

0
1

 সমাজের কণ্ঠ  ডেক্স: জুন ২৮, ২০১৯ –

শিমুল মাহমুদ : বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যাকারীদের গ্রেফতারে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন তিনি নির্দেশ দিবেন? আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? দায়িত্বশীলরা কোথায় গেলেন? যাদের দায়িত্ব তারা কেনো পালন করছেন না? এমন প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনীদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, রিফাতকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অথচ সাধারণ মানুষও এগিয়ে আসেনি। পুলিশ তো আসেইনি। মানুষের মূল্যবোধ কোথায় হারিয়ে গেছে।

বিএনপির এই নেতা বলেন, গত দশ বছরের কথা বাদ দিলাম। গত এক বছরে যেসব ঘটনা ঘটেছে তার কোনো বিচার হয়নি। কারণ ন্যায়বিচার নেই। ডিজিটাল বাংলাদেশের নামে, বড় প্রজেক্টের নামে ন্যায়বিচার আড়াল হয়ে গেছে। এখনো সাগরে রুনির বিচার হয়নি। কারণ বিচারহীনতা। বিচারব্যবস্থা শেষ করে দিয়েছে সরকার। তারা দুর্নীতি দিয়ে বড় হওয়ার পথে আছে।।আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মোহাম্মদ নেসারুল হক, বিলকিস ইসলাম,কৃষক দলের সদস্য মোজাম্মেল হক মিন্টু প্রমুখ বক্তব্য দেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here