সমাজের কন্ঠ ডেস্কঃ বাংলাদেশের আকাশে আজ শনিবার ২রা এপ্রিল রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে শুরু হবে রোজা। কিন্তু সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকেই চাঁদপুরের ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। তারা শনিবার (২ এপ্রিল) ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেছেন। চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা বিগত ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে এই রমজান এবং দুটি ঈদ পালন করছেন।