দৈনিক সমাজের কন্ঠ

মঙ্গল গ্রহের মাটিতে চীনা রোভারের সফল অবতরণ

ডেস্ক নিউজঃ ইউএসএ এবং রাশিয়ার পরে পৃথিবীর তৃতীয় দেশ হিসেবে মঙ্গল গ্রহের মাটিতে চীনা রোভারের সফল অবতরণ।

আজ ১৫ই এপ্রিল সকাল ৭ টা ১৫ মিনিটে লাল গ্রহের সার্ফেস টাচ করে চীনের তৈরি “Zhurong” নামের এই রোভার।

নাসার সহযোগী প্রশাসক টমাস জুর্বুচেন তার এক টুইটে অভিনন্দন জানিয়েছেন, এবং বলেছেন “বিশ্ব বিজ্ঞান সম্প্রদায়ের এই মিশন রেড প্ল্যানেটের নতুন দ্বার উম্মোচন করবে এবং মানবতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে তার প্রত্যাশায় আমি।”