চুকনগরে সরকারী জায়গার গাছ কাটার অভিযোগঃ নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দ

0
0
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর মাগুরাঘোনায় সরকারী রাস্তার উপর লাগানো একটি শিরিস গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুুদের নির্দেশে গাছটি জব্দ করা হয়েছে। বয়ারসিং ইউনিয়ন সহকারী কমিশনার (ভূমি) এনামুল কবির জানায়, মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে যাওয়ার অভিমুখে সরকারী রাস্তার উপর লাগানো একটি শিরিস গাছ ঐ গ্রামের শাহাবুদ্দিন বিশ্বাসের পুত্র ইউনুছ আলী বিশ্বাস লোকজন নিয়ে কাটছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৩০হাজার টাকা। গাছ কাটার সংবাদ ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তিনি গাছ কাটা বন্দ করাসহ গাছটি জব্দ করে আসেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, সরকারী রাস্তার উপর লাগানো গাছ কাটার এখতিয়ার কারোর নেই। একারণে গাছটি কাটা বন্দ করাসহ জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here