দৈনিক সমাজের কন্ঠ

চুকনগরে সড়ক দূর্ঘটনায় সাতক্ষীরার ছাত্রলীগকর্মী রাজন নিহত

জহর হাসান সাগরঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চুকনগরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল সাতক্ষীরা ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন নিহত  যুবকের নাম রাজন ইসলাম (২০)। তিনি সাতক্ষীরা শহরের ৫নং ওয়ার্ডের পারকুখরালী মেঝমিয়ার মোড় এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
   এ সময় তার সাথে থাকা বন্ধু মেহেদী হাসান (২০) গুরতর আহত হন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে।
আহতরা হলেন   সাতক্ষীরা পৌরসভার  এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে   মেহেদী হাসান।
মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া মাদ্রাসা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান,মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ^বিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। রাজন ও কলেজ ছাত্র। তিনিও পৌর ছাত্রলীগের কর্মী।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় যাওয়ার উদ্দেশে রাজন ও তার বন্ধু মেহেদী হাসান সাতক্ষীরা থেকে মোটরসাইকেলযোগে খুলনা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজন ঘটনাস্থলেই মারা যায়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান এবং চুকনগর হাইওয়ে থানা অফিসার মেহেদী হাসান জানান, মৃত্যুদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।