মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধি।অভয়নগর উপজেলায় জমজমাট কোচিং বানিজ্য।করোনার ভয়াল থাবা যখন সারাদেশে ভয়াবহ মাত্রায় ছড়িয়েছে। চারিদিকে নিরব আতংক বিরাজমান। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।বাড়ছে হাহাকার। সবকিছু তে বিধি নিষেধ আরোপ হচ্ছে।বন্ধ হচ্ছে-পর্যটন,বিনোদন কেন্দ্র,সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপন,নর্বচন।এত কিছুর মাঝেও অভয়নগরে কিছু ব্যাক্তি ও প্রতিষ্টান চালিয়ে যাচ্ছে কোচিং বানিজ্য। কোমলমতি ছেলে মেয়েদের কে ঠেলে দিচ্ছে বিপদের মুখে। অভয়নগর উপজেলায় নওয়াপাড়া পৌরসভায় এমনি প্রায় ৩০-৩৫ জায়গায় চলছে কোচিং বাণিজ্য। কিছু কিছু প্রাইভেট ও এম্,পি,ও ভুক্ত প্রতিষ্ঠান নামে বেনামে বাসা ভাড়া নিয়ে চালিয়ে যাচ্ছে কোচিং বাণিজ্য। ভুক্তভোগী অভিভাবকদের বাধ্য করছেন সন্তানকে পাঠাতে। অভিভাবকদেরকে বলছে” এখন না পড়লে পরে আর পড়ানো হবে না”। ভুক্তভোগী এক অভিভাবক জানান বাধ্য হয়ে তারা সন্তানদের পাঠাতে বাধ্য হচ্ছেন। নওয়া পাড়া কেজি স্কুল রোডে, নওয়াপাড়া বাজার,কলেজ রোড সহ নানা জায়গায় চলছে কোচিং বাণিজ্য।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃআমিনুর রহমান সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ফুলেরগাতি হরিশপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে এর সত্যতা পেয়ে তাদেরকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। এমতাবস্থায় সচেতন মহল দাবি এমন অভিযান বাজারের উপর প্রতিটি স্কুলে চালানো হোক।সেই সাথে বানিজ্যিক ভাবে পরিচালিত কোচিং সেন্টার গুলো এই ভয়াবহ পরিস্থিতিতে বন্ধ না করলে কোমলমতি ছেলে মেয়েরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পোড়বে।