ডেস্ক নিউজঃ সারাদেশে করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যুর সংখ্যা লাগামহীনভাবে বেড়েই চলছে। আজ ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আরও ১৯৯ জনের প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত ১১,৬৫১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৭৯২ জনে। মোট শনাক্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। ৩৬,৮৫০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১.৬২ শতাংশ। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত পাওয়া ১৪ জেলার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা জেলায়। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরে ময়মনসিংহে-১৭ জন, কুষ্টিয়ায়-১৭ জন, চুয়াডাঙ্গায়-১০ জন, যশোর-১১ জন, ফরিদপুর-১৫ জন, বগুড়ায়-১২ জন, টাঙ্গাইল-১১ জন, সাতক্ষীরায়-১০ জন, বরিশালে-১০ জন, চট্টগ্রামে-৯ জন, কুমিল্লায়-৭ জন এবং কিশোরগঞ্জে ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার সিভিল সার্জনের কাজ থেকে পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।