দৈনিক সমাজের কন্ঠ

করোনা ভাইরাসঃ দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত ১,৭৪৩ মৃত্যু ৬১

ডেস্ক নিউজঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৬ হাজার ৪৯৩ জন। এছাড়া এই সময়ে নতুন করে ১ হাজার ৭৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ০২৬ জন। ২৪ ঘন্টায় ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৯.৯২ শতাংশ। শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।