করোনা ভাইরাস কেড়ে নিলো দেশের আরো ২ জন চিকিৎসকের প্রাণ

0
0

আল আমিন জনি, ঢাকা থেকে। বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে না ফেরার দেশে চলে গেছেন দুইজন চিকিৎসক।

তারা হলেন: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরোলজির অধ্যাপক ডা. বদরুল হক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ ২৭তম ব্যাচের শিক্ষার্থী ডা. নুরুল হাসান শোয়েব।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ডা. বদরুল হক। গত ৫ এপ্রিল সন্ধ্যায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. বদরুল ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. বদরুল সর্বশেষ ঢামেকের নিউরোলজি বিভাগে কর্মরত ছিলেন। সেখান থেকে কর্মজীবনের ইতি টানেন তিনি।

এ ছাড়াও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ ২৭তম ব্যাচের শিক্ষার্থী ডা. নুরুল হাসান শোয়েব। মঙ্গলবার ৬ এপ্রিল সকালে মারা যান তিনি।

– মেডিভয়েস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here