দৈনিক সমাজের কন্ঠ

করোনা ভাইরাসে এবার মারা গেলেন অধ্যাপক ডাঃ ওবায়দুল্লাহ

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে বাাংলাদেশে গত এক সপ্তাহে ভাইরাসটির ছোবলে প্রাণ হারিয়েছেন একাধিক চিকিৎসক। এরই ধারাবাহিকতায় এবার না ফেরার দেশে চলে গেলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ। আজ বৃহস্পতিবার (৮ই এপ্রিল) সকাল আটটায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে তাঁর ভাগ্নে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেসিডেন্ট ডা. সাইদুজ্জামান উপল বলেন, ‘আমার মেজ মামা প্রফেসর ডা. ওবায়দুল্লাহ আজ সকাল ৮টায় কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, পরোপকারী ও ভালো মানুষ ছিলেন। ছাত্রদের নিজের সন্তানের মত ভালোবাসতেন। মামাকে কোনো দিন নামাজ কাজা করতে দেখিনি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

– মেডিভয়েস