ডা. সাবরিনার জামিনের আবেদন হাইকোর্টে খারিজ

0
0
আটকের পর ডা. সাবরিনা (ফাইল ছবি)

সমাজের কন্ঠ ডেস্ক: করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনা আরিফ চৌধুরীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন মহামান্য হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

আদালতে সাবরিনার জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

এর আগে নিম্ন আদাল সাবরিনার জামিনের আবেদন খারিজ করেন। এরপর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সাবরিনা।

করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের পর পরীক্ষা না করেই নমুনার ফল দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার পুলিশ গত ২৩ জুন জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

সে ধারাবাহিকতায় পরবর্তীতে সাবরিনাকেও গ্রেপ্তার করা হয়। এরপর সাবরিনা আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এখন মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here