গত ২৪ ঘন্টায় করোনার ভয়াল থাবা। রেকর্ড সংখ্যাক করোনা রোগী শনাক্ত ৭,০৮৭ মৃত্যু ৫৩

0
0

ইমরান হোসেন সাকিব। বাংলাদেশের ইতিহাসে একদিনে আজ করোনা ভাইরাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৭,০৮৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে সারাদেশে মৃত্যু হয়েছে ৫৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ২৬৬ জন।

আজ রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৫৩ জনের মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী আটজন। আর তাদের মধ্যে বাড়িতে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন ৫৩ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২২৭টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩০ হাজার ৭২৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দুই হাজার ৭০৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ২৩ দশমিক শূন্য সাত শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ৯,২৬৬ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৯৭০ জন (৭৫ দশমিক ২২ ভাগ) ও নারী দুই হাজার ২৯৬ জন (২৪ দশমিক ৭৮ ভাগ)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here