ডেস্ক রিপোর্টঃ ভাইরাসে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৭৩৯ জনে। এ সময় আরও ৫,৮১৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ রোববার (১১ই এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪৮টি করোনা পরীক্ষাগারে ২৯ হাজার ২৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট ২৯ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ দুই হাজার ৭৬৫টি। পরীক্ষায় আরও পাঁচ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৮৪ হাজার ৭৫৬ জনে।