দৈনিক সমাজের কন্ঠ

সাতক্ষীরার দেবহাটায় অলৌকিকভাবে গাছের পাতায় দেখা মিলছে অসংখ্য সাপ: দেখতে উৎসুক জনতার ভিড়

তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অলৌকিকভাবে একটি গাছে দেখা যায় অসংখ্য সাপ। আর এ অলৌকিক ঘটনা দেখতে আসছে হাজার হাজার জনগণ । সন্ধ্যার পরে মানুষের ভিড়ে ঐ এলাকায় একটি অভূতপূর্ব ঘটনার উদ্রেক ঘটছে আর ঐ গাছটি ঘিরে মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি করছে। ঘটনাটি দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খই গাছে। প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে জানা গেছে, ঐ খড়ি গাছটি গড়িয়াডাঙ্গা গ্রামের ইয়াসিন আলীর পিতা নুর ইসলামের। নুর ইসলাম জানান, তিনি গত ৪/৫ দিন আগে থেকে ঐ খই গাছটিতে সাপ দেখতে পান। প্রথমে কৌতুহল বশত তিনি ঐ সাপগুলোকে আঘাত করেন। পরের দিন তার একটি ৮০/৯০ হাজার টাকা দামের গরু ও মুরগী মারা যায়। এছাড়া পার্শ্ববর্তী একটি ছেলে সাপগুলোকে ঢিল ছুড়ে মারলে তার কিছুক্ষন পরেই সে রোড এক্সিডেন্ট করে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে আছে। তারপর থেকে ঐ সাপগুলোকে আর কেউ আঘাত করে না । নুর ইসলাম আরোও জানান, রাতের বেলায় ঐ খই গাছের প্রতিটি পাতায় পাতায় সাপ দেখা যাচ্ছে । কিন্তু দিনের বেলায় গাছে কোন রকম সাপ থাকে না। সন্ধ্যার পর থেকে গাছটিতে আস্তে আস্তে সাপ আসতে থাকে এবং রাত একটি বেশী হলে গাছের প্রতিটি পাতায় পাতায় সাপ থাকে। সাপগুলো অনেকটা কালো ও লালচে ধরনের। তবে যে সে কি সাপ তা কেউ বলতে পারছেনা বলে নুর ইসলাম জানান। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারকে এই অলৌকিক বিষয়টি মুঠোফোনে তাকে জানান হয়,তিনি বলেন বিষয়টি আশ্চর্যজনক। তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বিষয়টি দেখতে বলেন।পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক তিনি ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা সম্পর্কে অবগত হয়। এছাড়া শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সরেজমিনে যেয়ে গাছে কয়েকটি সাপ তিনি নিজে দেখে। বিষয়টি অলৌকিক ব্যাপার বলে তিনি জানান। চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, তিনি সাপগুলোকে কাউকে আঘাত করতে নিষেধ করেন ও দুধ কিনে খাওয়ানোর জন্য স্থানীয়দের বলেন।