দৈনিক সমাজের কন্ঠ

সাতক্ষীরার দেবহাটায় দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত লম্পট তুহিন পলাতক

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার দেবহাটায় জোর পুর্বক দুই সন্তানের জননী এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী লম্পট তুহিনের বিরুদ্ধে। এঘটনার পর থেকে পলাতক রয়েছে লম্পট তুহিন। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার নাজিরের ঘের বড়শান্তা গ্রামে ঘটে। ভিকটিম গৃহবধুর স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী শাহাবুদ্দীনের বাড়ীর পুকুরে গোসল করতে যায় দুই সন্তানের জননী গৃহবধু। এ সময় ওই বাড়ীতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের চিহ্নিত জামায়াত নেতা প্রভাবশালী শাহাবুদ্দীনের লম্পট ছেলে তুহিন গৃহবধুর মুখে কাপড় পেঁচিয়ে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে গৃহবধু চিৎকার দিলে স্থানীয়রা এসে ঘটনাস্থলেই হাতে নাতে বখাটে লম্পট তুহিনকে ধরে ফেলেন। পরবর্তীতে শাহাবুদ্দীন তার বখাটে লম্পট ছেলেকে ছাড়িয়ে নিয়ে ঘটনাটি ধাঁমাচাপা দিতে ভিকটিমের পরিবারকে হুমকি ধামকি সহ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে তা ব্যার্থ হয় জনপ্রতিনিধিরা। ধর্ষণের শিকার দুই সন্তানের জননী স্বপন মন্ডলের স্ত্রী। আর ঘটনাটি ধামাচাপা দিতে লম্পট তুহিনের বাবা জামায়াত নেতা শাহাবুদ্দীনের চাপের মুখে এবং লোক লজ্জায় ভয়ে বর্তমানে ভিকটিম গৃহবধু অসহায় অবস্থায় ভিটে মাটি ছাড়া হয়ে সন্তানদের নিয়ে শ্যামনগরে পিতার বাড়ীতে আশ্রয় নিয়েছেন। এমনকি তাদের চাঁপের মুখে চাঞ্চল্যকর এ ঘটনার বিচার চাইতে আইনের আশ্রয়ে যেতে পারছে না বলে লম্পটের বিরুদ্ধে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভিকটিমের পরিবার।