কারামুক্ত হলেন ডেসটিনির এমডি রফিকুল আমিন। নতুন করে কার্যক্রম শুরুর ঘোষনা

0
0

ডেস্ক নিউজঃ দীর্ঘ ১২ বছর পর কারামুক্ত হয়েছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিন। আজ বুধবার ১৫ই জানুয়ারী, ২০২৫ সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। তার কারামুক্তির পর জেলগেটে ডেসটিনির  হাজার হাজার ডিস্ট্রিবিউটর ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় রফিকুল আমিন সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র। প্রাতিষ্ঠানিকভাবে সুসংগঠিত হয়ে আগামীকাল থেকেই নতুনভাবে যাত্রা শুরু করবে ডেসটিনি গ্রুপ।’

এর আগে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিনসহ ডেসটিনির ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

তবে রফিকুল আমিন গত ১২ বছর ধরে কারাগারে ছিলেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাওয়ায় এমডি রফিকুল আমিনের সাজা খাটা সম্পন্ন হয়ে যাওয়ায় তিনি আজ মুক্ত হলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here