সমাজের কণ্ঠ ডেস্ক : ১৫ জুলাই, ২০১৯ –
সম্প্রতি রাজধানীর উত্তরা, তুরাগ, আব্দুল্লাহপুর, টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং আত্মপ্রকাশ করে। এই গ্রুপগুলো নানা ধরনের ছোট-বড় অপকর্মের সাথে নিজেদের সম্পৃক্ত করে। এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এদের বিরুদ্ধে বেশ ক’টি অভিযান পরিচালনা করে এবং র্যাবের সাঁড়াশি অভিযানে গ্রুপগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে।
কিছুদিন ধরে আবারও সেই কিশোর গ্যাং গ্রুপের আত্মপ্রকাশ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার বিষয়টি র্যাব ১ এর দৃষ্টিগোচর হয়। পূর্বে নিষ্ক্রিয় গ্রুপগুলোর সদস্যরা আবার সংগঠিত হতে শুরু করেছে বলে র্যাব এর কাছে তথ্য আসে। আবারও তারা সংগঠিত হয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে সম্প্রতি র্যাব ১ এর গোয়েন্দা অনুসন্ধানে উঠে আসে। কিশোর গ্যাং গ্রুপের আন্তকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডে এর প্রমাণ পাওয়া যায়।
এই গ্রুপগুলোর মূল কার্যক্রম হলো এলাকার আধিপত্য বিস্তার, স্কুল-কলেজে র্যাগিং করা, স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, ছিনতাই, উচ্চ শব্দ করে মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, ছিনতাই, অশ্লীল ভিডিও শেয়ার করাসহ এলাকায় ত্রাস সৃষ্টি করা। এরা এলাকার নিরীহ ও মেধাবী যুবক/কিশোরদের চাপে রেখে জোরপূর্বক দলে আসতে বাধ্য করে। গ্যাং-ভিত্তিক এদের নিজস্ব লোগো রয়েছে যা তারা দেয়াললিখন ও ফেসবুকে ব্যবহার করে। ফেসবুকে এক গ্রুপ অন্য গ্রুপকে হুমকি প্রদান করে স্ট্যাটাস দেয়, পরস্পরের আইডি হ্যাক করার চেষ্টা করে এবং গ্যাং এর ওপর নির্মিত বিভিন্ন পশ্চিমা চলচ্চিত্র অনুসরণ করে।
র্যাব ১ এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর তুরাগ এলাকায় আধিপত্য বিস্তারকারী তেমনই একটি কিশোর গ্যাং গ্রুপ এর তথ্য পাওয়া যায়। জানা যায় যে, এই গ্রুপটি এর আগে ২০১৭ সালের দিকে উত্তরা এলাকায় ‘নাইন স্টার’ নামে সক্রিয় ছিল। পরবর্তীতে আদনান হত্যাকাণ্ডে জড়িত থাকায় এই গ্যাং গ্রুপের সদস্যদের আইনের আওতায় আনা হলে গ্যাংটি বিলুপ্ত হয়ে যায়। সম্প্রতি তুরাগ এলাকায় ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপ নামে এটি আবারও আত্মপ্রকাশ করেছে এবং আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন অপরাধকর্ম করছে বলে গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়। বর্ণিত গ্যাং গ্রুপের বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব ১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় আজ (১৫ জুলাই ২০১৯) তারিখ ভোররাত আনুমানিক দেড়টায় র্যাব ১ এর একটি বিশেষ আভিযানিক দল ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে ওই গ্যাং গ্রুপের কতিপয় সদস্যকে আটক করে।
এ সময় গ্রুপের সক্রিয় সদস্য মো. হাবিবুর রহমান দাড়িয়া (৩০), ফয়সাল আহম্মেদ (১৭), রাকিবুল হাসান (১৬), মো. রমজান আলী (১৭), মো. বাবু মিয়া (১৭), মো. নজরুল ইসলাম (২৭), মো. শাহীন হাওলাদার (১৫), তুহিন ইসলাম (১৫), মো. মাহমুদ হীরা (১৫), মো. রনি ইসলাম (১৫), মো. সাগর হোসেন (১৬) কে আটক ও তাদের কাছ থেকে ২টি শট গান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। ধৃত আসামি হাবিবুর রহমান দাড়িয়া, ফয়সাল আহমেদ, বাবু মিয়া ও সাগর পূর্বে উত্তরার ‘নাইন স্টার’ গ্যাং গ্রুপের সদস্য ছিল এবং বাকিরা তাদের মাধ্যমে নতুন করে দলে এসেছে। নতুন করে গ্রুপে আসা সদস্যরা সকলে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত। তারা পুনরায় তুরাগ এলাকায় সংগঠিত হয়ে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।