সমাজের কণ্ঠ ডেস্ক – ২২ জুলাই, ২০১৯ :
প্রায় তিন সপ্তাহ পর ফের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের ধারাবাহিক কমিটি গঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি করেন তারা।
আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একত্রিত হন। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি স্কাউট ভবন পর্যন্ত গিয়ে ফিরে আসে।
মিছিল থেকে বিক্ষুব্ধ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারসহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। বিক্ষুব্ধরা ছাত্রদলের সিন্ডিকেটের বিরুদ্ধেও স্লোগান দেন।
ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি বহিস্কৃত এজমল হোসেন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আসাদুজ্জামান আসাদ, কবিরসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।