দৈনিক সমাজের কন্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৫ আগস্ট ,চলবে ২৭ আগস্ট পর্যন্ত

সমাজের কণ্ঠ  ডেস্ক   : ২৪ জুলাই, ২০১৯ –

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ আগস্ট, চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আজ বুধবার (২৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রথম বর্ষের ভর্তিবিষয়ক সাধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, এবার ভর্তি পরীক্ষা হবে নতুন নিয়মে। ভর্তিচ্ছুদের মোট ১২০ নম্বরের মধ্যে ৭৫ নম্বরের এমসিকিউ ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। আগের বছরগুলোতে শুধু এমসিকিউ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেত।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ৭৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ আগস্ট। চলবে ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত। এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুতই জানিয়ে দেওয়া হবে।

আগামী ১৩ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) অংশের পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ও অংকন অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।