দৈনিক সমাজের কন্ঠ

রাজধানীর ধানমন্ডিতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

সমাজের কণ্ঠ  ডেস্ক   ১৬ আগস্ট, ২০১৯ –

রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের দশ তলা থেকে পড়ে গিয়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর চারটার দিকে ধানমন্ডির ৭/এ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত গৃহকর্মীর নাম রিয়া আক্তার। তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। পালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ প্রথম আলোকে বলেন, ১৩-১৪ বছরের কিশোরী রিয়া গত ৪ আগস্ট ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে আসে। রিয়ার আরেক বোন ওই বাসার গৃহকর্ত্রীর মায়ের বাসায় কাজ করত। গৃহকর্মী হিসেবে কাজ করতে এলেও কাজ চালিয়ে যেতে ইচ্ছুক ছিল না রিয়া। কাজ ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে মায়ের সঙ্গে কথাও হয়েছিল তার। রিয়ার মা তাকে কাজ চালিয়ে যেতে বলেন। পরে এক সময় এসে রিয়াকে নিয়ে যাবেন বলেও আশ্বাস দেন তিনি। কিন্তু এর আগেই ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হলো।

মো. আব্দুল লতিফ আরও বলেন, ‘আলামত দেখে মনে হচ্ছে, পালাতে গিয়েই তার মৃত্যু হয়েছে। নিহতের বাবা-মা থানায় এসেছিল। তবে তাঁরা কোনো অভিযোগ করেননি। গৃহকর্তা মোমিনুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।