স্টাফ রিপোর্টার – রাজধানী ঢাকার মিরপুর থানার মনিপুরের খানের গলির পূর্ব পার্শে পান্না মিয়ার দোকানের সামনের রাস্তায় পচা ও দুর্গন্ধযুক্ত পানি জমে এক দূরাবস্থার সৃষ্টি হয়েছে। এখানে বছরের প্রায় সবসময়ই পচা ও দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকে ফলে এই রাস্তায় চলাচলরত এলাকাবাসীর দুর্ভোগের শেষ নাই। এ ব্যাপারে এলাকার জনপ্রতিনিধিগনও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাড়ছে জন অসন্তোষ। শুধু এখানেই শেষ নই, দূর থেকে এই গলিতে কোন সিএনজি বা রিকশাও আসতে চায় না। প্রতিদিন স্কুলগামী বাচ্চারা জুতা ভিজিয়ে স্কুলে আসা যাওয়া করছে। দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে গলিটা। এলাকাবাসী বলেন দ্রুত এই মুক্তিযোদ্ধা গলি পথটি সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। এলাকাবাসী গলি পথটি সংস্কারে দৈনিক সমাজের কন্ঠ পত্রিকার মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেছে।