না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা এসএম মহসীন

0
0

ঋতু দে, স্টাফ রিপোর্টারঃ চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসীন । করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যু বরন করেন তিনি। গত ২ এপ্রিল করোনা উপসর্গ দেখা দিলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি ঘটলে তাকে নেওয়া হয় বারডেম হাসপাতালে।সেখানেই তিনি আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানান তার ছেলে রাশেদ মহসীন। জনপ্রিয় এই অভিনেতা অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে লাভ করেন একুশে পদক।চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে ছিল তার সমান জনপ্রিয়তা।পাশাপাশি পদক্ষেপ’ শিরোনামে নাটকের মধ্য দিয়ে জায়গা করে নেন রেডিও নাটকে।তিনি রক্তে ভেজা, মহর আলী, সাকিন সারিসুরি, কবর, সুবচন নির্বাসনে’, চিঠি নাটকসহ অভিনয় করেছেন অসংখ্য নাটকে।সাথে সাথে তিনি জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বেও ছিলেন দীর্ঘদিন ।কাজ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে।এছাড়া, টিভি নাটক গরম ভাত অথবা নিছক ভূতের গল্পে অভিনয় করে তিনি পেয়েছেন দর্শকমহলে অন্যমাত্রার প্রণোদনা। দর্শকনন্দিত অভিনয়ের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলোসহ পেয়েছেন শিল্পকলা পদকও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here