দৈনিক সমাজের কন্ঠ

নীলফামারীর ডিমলায় ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে প্রিজাইডিং অফিসারের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি।। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে নীলফামারীর ডিমলায় প্রিজাইডিং অফিসার ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২১ ডিসেম্বর)বিকেলে ও সন্ধ্যায় পৃথক ভাবে এই দুই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ন সচিব)হাফিজুর রহমান চৌধুরী।
বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের সাথে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম-পিপিএম),জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।এছাড়াও এতে বক্তব্য দেন,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলাম প্রমুখ।একইদিনের সন্ধ্যায় অতিথিবৃন্দ আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ডিমলা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রিজাইডিং অফিসারগণের সাথে উপজেলা পরিষদ হলরুমে মত বিনিময় সভা করেন।
উল্লেখ্য:এই সাত ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৭,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী,কৌশলী বিএনপি-জামায়াতের প্রার্থী সহ স্বতন্ত্র ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।পাশাপাশি সাত ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড সদস্য ৯৬ জন ও সাধারণ সদস্য পদে ২৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এই সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছেন-১৬২৯৯৮জন।আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।