দৈনিক সমাজের কন্ঠ

ডিমলায় আটককৃত ৬ জুয়াড়িকে আদালতে সোপর্দ

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী।।নীলফামারীর ডিমলায় জুয়া খেলার সময় হাতে-নাতে ৬ জুয়াড়িকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।আটককৃতদের মঙ্গলবার(১ফেব্রুয়ারি)দুপুরে আদালতে সোপর্দ করা হয়।এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৩১ জানুয়ারি)রাত ১১টার পর ডিমলা থানার এসআই প্রদীপ রায়, আখতারুজ্জামান,আবুল কালাম আজাদ,দেবাশীষ চন্দ্র বর্মণ,জগদীশ রায়,রোস্তম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ডিমলা সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের রামডাঙ্গা গ্রামের ছোট মাঝিপাড়ার পাদুরাম দাসের ছেলে মঙ্গল দাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।আটককৃত ব্যক্তিরা হলেন-সরদারহাট গ্রামের সলেমান আলীর ছেলে শফিকুল ইসলাম(৪০),মোখলেছার রহমানের ছেলে দুলু মিয়া ওরফে দুলু মেম্বর(৫২),শ্রী সকিন দাসের পুত্র গোপাল দাস(৪০),কুটিরডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল বাছেদ ওরফে বাছেদ ডাক্তার(৪০),রামডাঙ্গা গ্রামের ভেদু দাস রায়ের পুত্র মঙ্গলু দাস (৪০),পচারহারট গ্রামের বিশ্ব গোপালের পুত্র রিপন রায় (৩০)।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মঙ্গল পালিয়ে যায়।এলাকাবাসী সূত্রে জানা যায়,ওই বাড়িটিকে দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানের জুয়াড়িরা এসে সেখানে জুয়া(তাস)খেলে আসছিলেন।এ বিষয়ে  ডিমলা থানা ওসি সিরাজুল ইসলাম বলেন,জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।