দৈনিক সমাজের কন্ঠ

ডিমলা আ.লীগ নেতা কুদ্দুছ মাস্টারের মৃত্যুঃ প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের শোক

সুজন মহিনুল, বিশেষ প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছ ওরফে কুদ্দুছ মাস্টারের(৭২)দাফন সম্পন্ন হয়েছে।রোববার(১৭ এপ্রিল)সকালে উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাজা শেষে ওই বিদ্যালয় সংলগ্ন কবরস্থানে তার দাফন করা সম্পন্ন করা হয়।তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,সাধারণ সম্পাদক এ্যাড.মমতাজুল হক,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।এর আগে গত শনিবার(১৬ এপ্রিল)দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি  ইন্তেকাল করেন।বর্ষীয়ান এই আওয়ামীলীগ নেতা ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক বাসিন্দা মৃত বাছের উদ্দিনের ছেলে।এ ছাড়াও তিনি ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,জেলা আওয়ামীলীগের সদস্য,ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পুর্ব ছাতনাই ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ বছর সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,চার মেয়ে, আত্মীয়-স্বজন,সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।