দৈনিক সমাজের কন্ঠ

ডিমলায় প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় ও কাজ পরিদর্শনে পল্লীশ্রীর নির্বাহী পরিচালক

বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় ও দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের চলমান কাজ পরিদর্শন করেছেন পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম।রোববার(২২ মে)দুপুরে তিনি ২৪ লাখ ৮৭ হাজার ৫ শত টাকা ব্যয়ে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গার হাট এলাকায় অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে পল্লীশ্রী রি-কল ও রমিছা ডেইরি ফার্মের চুক্তি ভিত্তিক স্বাক্ষরিত যৌথ মালিকানাধীন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের চলমান কাজের অগ্রগতি এবং গুনগত মান যাচাই করতে আকস্মিক ভাবে পরিদর্শনে আসেন।পরে তিনি পল্লীশ্রী ডিমলা ইউনিট অফিসে সিবিও’র দায়িত্ব গ্রহণে এলায়েন্স কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় করেন।অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প দিনব্যাপী এই প্রশিক্ষণ বাস্তবায়ন করেন।প্রশিক্ষণে পাঁচটি ইউনিয়নের মোট ২৫ জন সিবিও নেতা অংশগ্রহণ করেন।এ সময় পল্লীশ্রী দিনাজপুরের প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা,পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ,ফিল্ড ফ্যাসিলেটেটর ও প্রশিক্ষণের প্রশিক্ষক গোলাম মস্তফা,দবিরুল ইসলাম,রমিছা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ওমর ফারুক উপস্থিত ছিলেন।