বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় সিবিও নেতাদেরকে স্থানীয় কমিটিতে অন্তর্ভুক্তিকরনে স্থানীয় সরকারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৫ মে)দুপুরে উপজেলা পল্লীশ্রী ইউনিট অফিসে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় সভাটি বাস্তবায়ন করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প।এতে পল্লীশ্রী রি-কল প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফার সঞ্চালনায় বক্তব্য দেন,খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার,পুর্ব ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম,টেপাখড়িবাড়ি ইউনিয়নের দোয়েল সংগঠনের সভাপতি ফরিদা বেগম প্রমূখ।এ ছাড়াও এতে পল্লীশ্রীর কর্মরত পাঁচ ইউনিয়নের ২৫ জন সিবিও নেতা উপস্থিত ছিলেন।