ডিমলায় সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সাথে পল্লীশ্রীর মতবিনিময়

0
0
সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় প্রকল্প কার্যক্রমের ডকুমেন্ট তৈরীতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সাথে পল্লীশ্রী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(২৯ মে)বিকেলে পল্লীশ্রী ডিমলা ইউনিট অফিসে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই মতবিনিময় সভা বাস্তবায়ন করেন।পল্লীশ্রী ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য দেন,ডিমলা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোজাফ্ফর হোসেন কাজল,ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাফ্ফর রহমান,ব্রাক ব্যাংকের প্রতিনিধি এনাম আলী,ব্রাকের সহকারী ম্যানেজার তাপস রায়,ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সহিদুল ইসলাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মহিনুল ইসলাম সুজন,পল্লীশ্রীর ফিল্ড ফ্যাসিলিটেটর দবিরুল ইসলাম,ডিমলা কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সভাপতি রফিকুল ইসলাম,একমি কোম্পানির ডিমলা প্রতিনিধি (ভেটেরিনারি),জুয়েল রানা,টেপাখড়িবাড়ি ইউনিয়নের দোয়েল জন সংগঠনের সভাপতি ফরিদা বেগম,খগাখড়িবাড়ি ইউনিয়নের জবা জনসংগঠনের সভাপতি জহুরা বেগম,টেপাখড়িবাড়ি ইউনিয়নের ময়না জনসংগঠনের সভাপতি ময়না বেগম,গো খামারি আনিছুর রহমান,রনি প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here