দৈনিক সমাজের কন্ঠ

‘দিন দ্যা ডে’ সিনেমাটি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে

ডা. শাহরিয়ার আহমেদঃ বিগত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত (১০শে জুলাই) সারাদেশে মুক্তি পেয়েছে চিত্রনায়ক অনন্ত জলিল অভিনিত সিনেমা ‘দিন দ্য ডে’। ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দাপটের সঙ্গে চলছে ১০০ কোটি বাজেটের এই সিনেমা। সিনেমার প্রমোশনের জন্য দেশের বিভিন্ন হল পরিদর্শন করছেন এই ছবির দুই তারকা অনন্ত-বর্ষা। এরই মধ্যে সিনেমাটি নিয়ে কিছু মানুষ সমালোচনা করলেও সে সমালোচনা পাত্তা দিচ্ছেন না এই দুই তারকা। তবে ‘দিন দ্য ডে’ প্রত্যাশা পূরণ করেছে বলে জানিয়েছেন দেশের বড় বড় তারকারা। তাদের অন্যতম একজন হলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন।

জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাণ ‘দিন দ্য ডে’ সিনেমা দেখে উচ্ছ্বসিত বেশ। তিনি বলেন,‘ অনন্ত জলিল  ‘দিন দ্য ডে’ সিনেমাটি বানিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের বাংলাদেশকে দারুনভাবে রিপ্রেজেন্ট করেছে। সিনেমাটিতে আরও তিনটা দেশ আছে  আফগানিস্তান,তুরস্ক ও ইরান, সেখানেও কিন্তু বাংলাদেশের নামটা উচ্চারিত হয়েছে। এক সিনেমা আর ক্রিকেট ছাড়া কিন্তু বাংলাদেশকে কেউ চিনে না। অনন্ত জলিল সিনেমা বানিয়েছেন। এট সিনেমা, সিনেমা সবাই দেখতে ভাল লাগবে। সিনেমা কিন্তু টেলিভিশনে দেখা যায়।আমরা স্বপ্ন দেখছি বাংলা সিনেমা আবারও সুদিন ফিরবে। এমন সাহস উদ্যোগ নেওয়ার জন্য অনন্ত জলিলকে স্যালুট দেওয়া উচিত সবার। কিন্তু নেতিবাচক লোকেরা নেগেটিভ প্রচারণা চালাচ্ছে এরজন্য আমরা খুবই দুঃখীত। সবাইকে আমি বলবো আপনার সিনেমার প্রচারণার জন্য সহযোগিতা করুন এবং দর্শকে হলে আনার জন্য আগ্রহী করে তুলুন তাহলে অনন্ত জলিল আরও অনুপ্রেরণা পাবেন আর ভবিষ্যতে আর ভালো সিনেমা নির্মাণে আগ্রহী হবেন।এতে করে আমাদের বাংলা সিনেমা আরও সমৃদ্ধ হবে।

প্রসঙ্গত, শত কোটি টাকা বাজেটের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। ‘দিন: দ্য ডে’ পরিচালনা করেছে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এর শুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, তুরস্ক ও আফগানিস্তানে। এখানে অনন্ত জলিল অভিনয় করেছেন কমান্ডার ‘এজে’র ভূমিকায়।

 

কোরবানির ঈদ উপলক্ষে গত ১০ জুলাই ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দিন: দ্য ডে’। সবখানেই দর্শকের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। সিনেমাটি মুক্তি পর থেকে এ পর্যন্ত ঢাকা ও এর বাইরের বেশি কয়েকটি প্রেক্ষাগৃহ পরিদর্শক করেছেন অনন্ত-বর্ষা জুটি। সবখানেই দর্শকদের ভিড় দেখা গেছে বলে জানিয়েছেন এ তারকা দম্পতি।