দৈনিক সমাজের কন্ঠ

যশোর কারবালায় ইস্রাফিল মান্নাত হত্যাকান্ডের রহস্য উদঘাটন। আটক ৪

ডা. শাহরিয়ার আহমেদ: যশোর কারবালায় মান্নাত হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আটক ৪।
যশোর কারবালায় সিএন্ডবি রোডে মান্নাত হত্যার রহস্য উদঘাটন সহ আসামি গ্রেফতার করলো জেলা পুলিশ যশোর, সাথে হত্যাকাজে ব্যবহৃত এসএস পাইপ, ইট, মোবাইল ফোন ও মটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনারবিবরণঃ
ইং ২৩/১০/২০২০ তারিখ দিবাগত রাত্রে যশোর কোতয়ালী মডেল থানাধীন কারবালা সিএন্ডবি রোডের কৃষিবিদ মোঃ শাহ আলম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ইস্রাফিল হোসেন মান্নাত (৪২), পিতা- বীর মুক্তিযোদ্ধা মৃত-বজলুর রহমান, সাং-বকচর বিহারী কলোনী, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর-কে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইলে ফোন করে ডেকে নিয়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত করে হত্যা করে।
ভিকটিমের স্ত্রী শারমিন সুলতানা সুমি’র পরকিয়ায় এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে সন্দেহ করে ভিকটিমের মা আনোয়ারা বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৪ তারিখ-২৫/১০/২০২০ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
ঘটনাটি চাঞ্চল্যকর, স্পর্শকাতর ও ক্লুলেস হওয়ায় জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মামলাটি জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তভার ন্যস্ত করেন।
গ্রেফতার ও উদ্ধারঅভিযানঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (অপরাধ), জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার ও অতিরিক্ত পুলিশ সুপার ‘‘ক” সার্কেল জনাব মোঃ গোলাম রাব্বানী শেখ, পিপিএম, দ্বয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মাসুম কাজীর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি), এসআই মোঃ শামীম হোসেন সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি), একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ইং ২৫/১০/২০২০ তারিখ অভয়নগর থানা ও কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আল আমিন, মোঃ রায়হান শেখ, মোঃ রিফাত ও মোঃ নয়ন হোসেন-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক হত্যা কাজে ব্যবহৃত ০১টি এসএস পাইপ, ০১টি ইট এবং হত্যা সংঘটনের কাজে ব্যবহৃত ০১টি মটর সাইকেল ও আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমের স্ত্রী শারমিন সুলতানা সুমির সাথে এজাহার নামীয় ১নং আসামী মোঃ শাহ আলমের সাথে পরকিয়া সম্পর্ক হয়। এই ঘটনায় পারিবারিক কলহের জের ধরে এজাহার নামীয় আসামী মোঃ শাহ আলম ভিকটিমকে হত্যার পরিকল্পনাকরে ধৃত আসামী ও পলাতক আসামীদের সহযোগিতায় ভিকটিম মান্নাত-কে ইটের আঘাতে হত্যা করে। শাহ আলমসহ পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীরনামঠিকানাঃ
১। মোঃ আল আমিন(২৫), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- মাহিদিয়া,
২। মোঃ রিফাত (১৯), পিতা- আবু তাহের, সাং-পুরাতন কসবা কাঠালতলা, নান্টুর বাগান,
৩। মোঃ রায়হান শেখ(২২), পিতা-আঃ রশিদ শেখ, সাং-সুজলপুর,
৪। মোঃ নয়ন হোসেন(২০), পিতা-শফিকুল ইসলাম @ বাবু, সাং-সুজলপুর, সর্বথানা-কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামত :
১। ০১টি এসএস পাইপ।
২। ১টি ইট।
৩। ১টি মটর সাইকেল।
৪। মোবাইল ফোন।
* Source – Police Super of Jessore