মেহের আফরোজ, ঢাবি প্রতিনিধিঃ ঢাকায় কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুর তদন্ত ও বিচার এবং অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ ২৯শে এপ্রিল প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আল কাদেরী জয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রুখশানা আফরোজ আশা, কেন্দ্রীয় সদস্য সুস্মিতা মরিয়ম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক লাবণী বন্যা এবং সভা পরিচালনা করেন ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যখন মহামারী চলছে তখন শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা একদিকে শ্রমিকের বুকে গুলি চালাচ্ছে অন্যদিকে নারীর উপর বর্বর নির্যাতন করছে। শিল্পপতিদের মুনাফা লাভের হিংস্র শিকার হচ্ছে শ্রমিকরা আর তাদের লালসার বর্বর শিকার হচ্ছে নিরুপায় নারীরা। বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকলেও নারী নির্যাতনের ক্ষেত্রে বিচার চাওয়াটাই যেন প্রহসন। তাই মুনিয়ার আদ্যপান্ত মিডিয়ার সামনে আসলেও আনভীর থেকে যাচ্ছে পর্দার অন্তরালে। সারাদেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটতে থাকলেও কোন ক্ষেত্রেও উল্লেখযোগ্য বিচার বা শাস্তির ব্যবস্থা দৃশ্যমান নয়। এভাবেই ক্ষমতা ও টাকার দাপটে নির্যাতনকারীরা, খুনীরা বারেবারে পার পেয়ে যায় আর অপরাধ বাড়তে থাকে। সরকারের আশ্রয় প্রশ্রয়ে থেকেই সকল প্রকার দুর্নীতি ও অন্যায় থেকে মুক্ত হয়ে যায় এরা। যেমনটা ঘটেছিল আপন জুয়েলার্স এর মালিকের ছেলে সাফাতের ক্ষেত্রেও। সে জামিনে মুক্ত হয়ে বিলাসবহুল জীবন যাপন করছে। আর কত বছরে যে এই বিচার কাজ সম্পন্ন হবে তা বলার অপেক্ষা রাখে না।
আনভীরের ক্ষেত্রেও একই চিত্র যেন না হয় সেই বিষয়ে সচেতন থাকা এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ এবং অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।