ডুমুরিয়ায় তেল কম দেওয়ায় ২টি পেট্রোল পাম্পকে জরিমানা

0
0

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ মঙ্গলবার (২৮শে সেপ্টম্বর ) দুপুরে

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ভি আইপি ফিলিং স্টেশন ও  আঠারো মাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনে  তেল পরিমানে কম দেওয়ার  অপরাধে।
ভোক্তা অধিকারের সংরক্ষণ আইনে জরিমানা আদায় করেন।
খুলনা ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট সিকদার শাহিন আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মধ্যেমে চুকনগর ভি আই পি ফিলিং স্টেশনে ৫০হাজার টাকা এবং আঠারো মাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনে ৩০হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানা গেছে ডুমুরিয়া উপজেলার ৪টি পেট্রোল পাম্পের মিটার বেধে তেল কম দেয়ার অভিযোগ আছে।
দির্ঘদিন যাবত চুরি করায় ২টি পাম্পে হাতে নাতে ধরা খেয়ে জরিমানা দিয়াছেন।
দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্পটির বিরুদ্ধে ভেজাল জ্বালানি তেল সরবরাহ এবং ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেওয়ার অভিযোগ রয়েছে। ফেজবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপে পাম্পে তেল ওজনে কম দেওয়া হয় বলে লেখা লেখি ও হচ্ছিলো।
 গোপন সংবাদের ভিত্তিতে ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতি লিটার তেলে ১০০ গ্রাম করে তেল কম দেওয়া হচ্ছিলো। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৮০হাজার টাকা জরিমানা করে। এসময় জেলা বিএসটিআইয়ের পরির্দশক মোঃ ইব্রাহিম ও ডুমুরিয়া থানার মাগুরা ঘোনা ক্যাম্প ইনচার্জ এসআই   এস এম   উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here