দৈনিক সমাজের কন্ঠ

ডুমুরিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’ শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত
নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে সকাল ১১ টায় ডুমরিয়া বাস স্ট্যান্ড চত্বরে চালক পরিবহন শ্রমিক সন্তানদের সকল সরকারি শিক্ষা প্রতিষ্টানে বিনা বেতনে পড়ালেখা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
১-১-২২ ইং তারিখ শনিবার সকাল ১১ টায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে মানব বন্ধন অনুষ্টিত হয়।

মানব বন্ধন কর্মসূচী আহবায়ক খান মহিদুল ইসলামের সভাপতিত্বে মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় চালক পরিবহন শ্রমিক সন্তানদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ এর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়, এ সময় বক্তব্য প্রদান করেন নিসচা উপদেষ্টা অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার (ভারপ্রাপ্ত), খান আনিসুজ্জামান, শ্রমিক নেতা এরশাদ মোল্লা, সজিবুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য মোঃ শেখ ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল হোসেন বকুল, খান আরিফুজ্জামান নয়ন, নজরুল গোলদার, মোহাম্মদ জুয়েল বিশ্বাস ,জিএম সোহেল, আব্দুর রহমান ,খান মুজাহিদুল ইসলাম সেতু এছাড়াও পরিবহন চালক শ্রমিক বৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন ,নিরাপদ সড়কের পাশাপাশি সব সময় পরিবহন চালক শ্রমিকদের কল্যাণে কাজ করে থাকেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের আজকের মানববন্ধনে দাবি সকল মেহনতী শ্রমিক ভাইদের সন্তানদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ বেতন এবং সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ দিতে হবে। যাদের রক্ত ঘামে উন্নয়নের চাকা ঘুরছে তাদের সন্তানদের প্রতি সরকার এবং মালিকপক্ষের দায়িত্ব থাকতে হবে।