দৈনিক সমাজের কন্ঠ

ডুমুরিয়ায় পল্লি চিকিৎসক রেজাউল করিমের মৃত্যুতে ডুমুরিয়াবাসীর শোক প্রকাশ

রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি :
ডুমুরিয়া উপজেলার  সাহস ইউনিয়নের খরশন্ডা গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব ডাক্তার শেখ রেজাউল করীমের ইন্তেকাল।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের খরশন্ডা গ্রামের স্বনামধন্য পল্লি চিকিৎসক আলহাজ্ব ডাক্তার শেখ রেজাউল করীম বেশ কিছুদিন ধরে খুলনা মেডিকেলে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।শুক্রবার রাত আনুমানিক ১০. ১৫ মিনিটে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি একটি কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান।
উল্লেখ্য তিনি কয়েক যুগ ধরে দক্ষিণ ডুমুরিয়া ব্যাপী গ্রামিন জনগোষ্ঠী কে সল্পমূল্যে চিকিৎসা প্রদান করে আসছিলেন। সে হিসাবে তিনি গরীবের ডাক্তার নামেই  পরিচিতি লাভ করেন।
তিনি সামাজিক ভাবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
খরশন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সভাপতি, খরশন্ডা মাদ্রসার ক্যাশিয়ার হিসাবেও দায়িত্ত্ব পালন করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ডুমুরিয়া বাসি।
করোনা মহাসংকটে মানবতার প্রাচিরের ন্যায় কাজ করে দৃষ্টান্ত স্হাপন কারী সেচ্ছাসেবী  সংগঠন দক্ষিণ তাকওয়া ফাউন্ডেশন পরিচালিত  ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদ গঠিত দাফন টিমের সমন্বয়কারী হাফেজ মো: ওয়াহিদুজ্জান, সদস্য সচিব মুফতী মো: ফয়জুল করীম সহ দাফন চিমের সদস্য বৃন্দ।
দাফন কাফনে অংশগ্রহন করেন।
তাকওয়া ফাউন্ডেশন পরিচালিত দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদ গঠিত হাফেজ মো: ওয়াহিদুজ্জামানের দাফন টিম।
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় গিয়ে এ পর্যন্ত এই দাফন টিম ৫৮ টি করোনা লাশ দাফন করে সর্বসাধারনের প্রশংসায় ভাসছে।
এ দাফননটিম টি কোন প্রকার আর্থিক সহযোগীতা যাতায়াতের জন্য ভাল পরিবহন ব্যবস্হা ছাড়াই রাতে দিনে একাজটি যথাযথ ধর্মীয় বিধান মতে মৃত ব্যক্তির শেষ বিদায় সম্পন্ন করেছেন।