ডুমুরিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশ উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা

0
0
রাশিদুজ্জামান সরদার  ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ইসলামিক রিলিফ বাংলাদেশ একটি প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। এই প্রকল্পটি হতদরিদ্র দলিল সম্প্রদায়
জীবনমান উন্নয়নে উল্লেখ যোগ্য ভূমিকা রাখবে । সোমবার সকাল ১১টার সময় ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাব  প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার  সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান  করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, সমবায় অফিসার শেখ জাহিদুর রহমান, বি আর ডি বি  অফিসার মিসেস নিসা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধন্জয় মন্ডল, চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম,সাংবাদিক শেখ মাহতাব হোসেন, সহকারী মৎস্য অফিসার সাদ্দাম হোসেন, ইসলামী রিলিফ বাংলাদেশ প্রোজেক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, সহকারী প্রোজেক্ট  অফিসার মোঃ আব্দুল কাদের হেলালি,পলাশ কুমার সাহা,শীলা রাণী মন্ডল প্রমুখ।।
সভায় জানানো হয় ইসলামিক রিলিফ একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৮৪ সালে ব্রিটিশ চ্যারিটি নং-৩২৮১৫৮ নিবন্ধনের মাধ্যমে ইংলান্ডের বার্মিংহামে কার্যক্রম শুরু করে। সংস্থাটি বর্তমানে বিশ্বের ৪৫ টি দেশে কাজ করছে।
১৯৯১ সালে বাংলাদেশে সংঘটিত ভয়াবহ ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রমে সহায়তার মাধ্যমে ইসলামিক রিলিফ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। সংস্থাটি বর্তমানে  পিছিয়ে পড়া জনগোষ্ঠীর  জীবনমান উন্নয়নের জন্য ডুমুরিয়া উপজেলার ৪ টি ইউনিয়ানে  কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here