ডুমুরিয়ার টিপনায় সফল মিঠাই ঘরের ফ্যাক্টরী ও আউটলেট উদ্বোধন

0
0
রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
ডুমুরিয়া (খুলনা) আজ ৬ই এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টার সময় ডুমুরিয়া সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং উত্তরণ সফল প্রকল্প ও প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগীতায়, সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমূখী সমবায় সমিতি লি: এর পরিচালনায় নিজস্ব খামারীদের উৎপাদিত পূর্ণ ননিযুক্ত দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় ও বাজারজাতকরনের উদ্দেশ্যে রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে নির্মিত খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনার ভিলেজ সুপার মার্কেটে সফল মিঠাই ঘরের ফ্যাক্টরী ও আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অপারেশন ম্যানেজার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া,‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টি অফিসার মোঃ সাকিল আহমেদ,
বিশেষ অতিথি ছিলেন ‌উপজেলা প্রাণীসম্পদ অফিসার মাহমুদা খাতুন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া উপজেলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মতিন,এছাড়া উপজেলা  সমবায় কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, ইকবাল হোসেন তৈয়বুর রহমান, শেখ হেফজুর রহমান,দোয়া পাঠ করেন অত্র মসজিদে ইমাম শহিদুল ইসলাম সরদার সহ স্থানীয় সরকার প্রসাশনের কর্মকর্তাবৃন্দ, সমবায় সমিতির সভাপতি ও নির্বাহী সদস্যবৃন্দ, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণের কর্মকর্তাবৃন্দ সহ আরও অনেকে। প্রকল্পের খামারীদের নিজস্ব উৎপাদিত নিরাপদ দুধ থেকে উৎকৃষ্টমানের মিষ্টি, দই, মাঠা, ঘি সহ অন্যান্য দুগ্ধজাত পণ্য সরাসরি আউটলেটের মাধ্যমে এবং অনলাইন অর্ডার গ্রহনের মাধ্যমে হোম ডেলিভারী প্রদান করবেন।
আলোচনা‌ শেষে খুলনার ডুমুরিয়া টিপনা ভিলেস সুপার মার্কেটে সফল মিঠাই ঘরের ফ্যাক্টরী ও আউটলেট উদ্বোধন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here