রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
ফয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে সকাল সাড়ে নয়টার সময় ডুমুরিয়া কলেজ ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ওসি তদন্ত মোঃ মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, দারিদ্র্য বিমোচন অফিসার প্রতাপ চন্দ্র দাস, প্রমুখ। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রন্জন কুমার তরফদার,ও মাষ্টার শফিকুল ইসলাম।