দৈনিক সমাজের কন্ঠ

ডুমুরিয়ায় যানজট নিরসনে ট্রাফিক দায়িত্বের ভূমিকায় “নিসচা” ডুমুরিয়া শাখা

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
যানজটের কবলে চরম দুর্ভোগের শিকার ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারী। প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পরও যানজট মুক্ত হচ্ছে না ডুমুরিয়া বাজার। আসন্ন ঈদকে সামনে রেখে ডুমুরিয়া বাজারে ব্যবসায়ী, ক্রেতা জনসাধারণের দুর্ভোগ লাঘবে ডুমুরিয়া বাজার কমিটির সহযোগিতায়, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা যানজট নিরসনে কঠোর ভূমিকা রাখছেন।
আজ (২৯শে এপ্রিল) শুক্রবার সকাল ৯ টায় ডুমুরিয়া বাজার যানজটমুক্ত রাখতে নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা, ডুমুরিয়া দুধ বাজার রোডে বাজারে শৃঙ্খলা রক্ষায় যানজট নিরসনকল্পে কঠোরভাবে দায়িত্ব পালন করেন। নিসচা’ ডুমুরিয়া উপজেলা শাখার এমন ভূমিকায় ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী ,পথচারী,ও জনসাধারণ ভূয়শী প্রশংসা করে বলেন দীর্ঘদিন পর আমরা  স্বস্তিতে ডুমুরিয়া বাজারে ঈদের কেনা বেচা ও চলাফেরা করতে পারছি।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান  মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বকুল( মেম্বার), প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, যুব বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন বাপ্পি, কার্যকরী সদস্য সাংবাদিক গাজী সোহেল, আবদুর রহমান ব্যাপারী, আব্দুল জলিল, বাজার কমিটির আহ্বায়ক শ্যামল কুমার দাস ,কার্যকারী সদস্য নাজমুল হোসেন, ডুমুরিয়া থানার সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।