দৈনিক সমাজের কন্ঠ

ডুমুরিয়া থানার উদ্যোগে নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী ডেস্ক চালু ও গৃহহীনদের ঘর প্রদান

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
খুলনা ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে (১০ এপ্রিল )রবিবার সকাল ১১ টায় নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন  ও গৃহহীনের ঘর প্রদান করা হয়। গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসকল কার্যক্রম উদ্বোধন করেন। ডুমুরিয়া     থানা নারী ,শিশু  ,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস সেন্টারে এ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম,  নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম ও ডেস্কের দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশ সদস্য তানিয়া খাতুন প্রমুখ। উল্লেখ্য, চর ডুমুরিয়ায় ২ শতক জমি দান করেন হাবিবুর শেখ। আছিয়া বেগম নামে এক গৃহহীনকে ওই জমির দলিল এবং ৩ লাখ টাকা ব্যয়ে  পুলিশের পক্ষ থেকে দৃষ্টিনন্দন ঘর তৈরি করে দেয়া হয়।