মিশরে সরকার পতনের আন্দোলনে উত্তাল মিশরের রাজপথ

0
1
মিশরে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল মিশরের রাজপথ

সমাজের কন্ঠ ডেস্ক – মিশরে সেনা শাসক প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার ভিতর দিয়ে এই বিক্ষোভে পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশের গাড়ি। পুলিশের দিকে ছোড়া হয়েছে ইটপাটকেল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, রোববার গিজা’য় অবস্থিত মিশরের গভর্নরেটের রাস্তায় বিক্ষোভ করেন বিপুল সংখ্যক মানুষ। আগে থেকেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বিক্ষোভের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায়, বিক্ষোভকারীরা আল সিসির পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছে। হাতে ব্যানার। উল্লেখ্য, আগের বছর একই রকম বিক্ষোভ হয়েছিল মিশরে। তার প্রথম বছর পূর্তিতে রোববার সরকার বিরোধী বিক্ষোভ আহ্বান করেন সেনাবাহিনীর সাবেক কন্ট্রাক্টর মোহামেদ আলী। তার এ আহ্বানের ফলে মিশরে নেয়া হয় উচ্চ সতর্কতা। গত বছর এমন বিক্ষোভে মিশরের বিভিন্ন শহরে অংশ নেন হাজার হাজার মানুষ। তাতে প্রকাশিত হয় কি পরিমাণ ভিন্ন মতের অবস্থান এখনও মিশরে। ওই বিক্ষোভ থেকেও আল সিসির পদত্যাগ দাবি করা হয়েছিল। জবাবে কর্তৃপক্ষ সবচেয়ে বড় দমনপীড়ন শুরু করে বলে দাবি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, এতে কমপক্ষে ২৩০০ মানুষকে আটক করা হয়।

 

– মানবজমিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here