কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। আজ সোমবার সোমবার বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খালিদ হোসেন জেলার ৪টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।প্রতীক বরাদ্ধ পেয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থীদের কর্মী-সমর্থকরা
নিজ-নিজ দল ও প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মাইকে প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী
দুপুর ২ টার পরে থেকে যেসব প্রার্থী ও প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকায় প্রচার মাইকিং শোনা গেছে সে সব প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ. এম বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজন কুমার মিস্ত্রী ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এমআর জামিল হোসাইন।
অপরদিকে প্রচারনা শুরু না করলেও এ আসনে নির্বাচনে অংশগ্রহনকারী অপর প্রার্থীরা হলেন, ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)মনোনীত আম প্রতীকের প্রার্থী মো. লোকমান হোসেন, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী লুৎফুন নাহার রিক্তা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত ছড়ি প্রতীকের প্রার্থী মো. বদরুজ্জামান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী রেজাউল ইসলাম রাজু ।
এছাড়া জাকের পার্টি সারাদেশে ২শটির অধিক আসনে দলীয় প্রার্থী দিলেও তাদের পার্টির সিন্ধান্তে মনোনয়নপত্র প্রত্যারের শেষ দিন দলটি জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ায়।কেন্দ্রীয় সিন্ধান্তে এ আসনে মনোনয়নপত্র প্রত্যহার করেন জাকের পার্টি মনোনীত প্রার্থী বাদল রেজা।