সংঘাতময় হয়ে উঠেছে নরসিংদীর রায়পুরা ইউপি নির্বাচনঃ দুই প্রার্থীর সংঘর্ষে নিহত-৩

0
0

ডেস্ক নিউজঃ রক্তক্ষয়ী ও সংঘাতময় হয়ে উঠেছে দেশের স্থানীয় নির্বাচন। আজ নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত।

আজ বৃহস্পতিবার ভোটের সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দুর্গম চরে এ ঘটনা ঘটে বলে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ জানান।

তিনি বলেন, “সংঘর্ষে এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি।”

নিহতরা হলেন বাঁশগাড়ি এলাকার দুলাল মিয়া (৪৫), সালাউদ্দিন (৪১) ও জাহাঙ্গীর মিয়া (২৬)। মারামারির সময় গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছে আশরাফুল হক সরকার। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া

আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নির্বাচন করছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে।

নির্বাচন ঘিরে এ দুই পক্ষের মধ্যে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। বুধবার সন্ধ্যা ও রাতেও দুই পক্ষের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্থানীয়রা জানান, নিহত দুলাল মিয়া ছিলেন আশরাফুল হকের সমর্থক। বৃহস্পতিবার সকালে তিনি বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্রে যাওয়ার সময় গুলিতে নিহত হন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় স্বতন্ত্র প্রার্থী জাকিরের সমর্থক সালাউদ্দিন ও জাহাঙ্গীর গুলিতে নিহত হন। দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন এ সময়।

মারামারির মধ্যে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে, পরে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে সহকারী পুলিশ সুপার জানান।

একই উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here