আব্দুল্লাহ আল মাসুম: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের তাগিদ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তুর্কী প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল বা নিরাপত্তা পরিষদে পরিবর্তন এনে একে পুনর্গঠন করার জন্য বলেছেন। জাতিসংঘকে “বিস্তৃত ও অর্থবহ ” করতে এর বিকল্প নাই বলে মত দিয়েছেন তিনি।এরদোগান বলেন মাত্র পাঁচটি দেশ সারা-বিশ্বের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না। তাদের এ অধিকার নাই, এটা স্বৈরাচারী সিদ্ধান্ত। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পরিবর্তন আনা কতটা জরুরি উদাহরণ দিতে গিয়ে এরদোগান বলেন “আমরা দেখেছি যে করোণার মতো বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় জাতিংঘের সংকট চলাকালীন বিদ্যমান বৈশ্বিক প্রক্রিয়াগুলি কতটা অকার্যকর ছিল। এটি এতটাই সত্য যে জাতিসঙ্ঘের সর্বাধিক মৌলিক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সুরক্ষা কাউন্সিলকে তার কর্মসূচিতে মহামারীটি অন্তর্ভুক্ত করতে কয়েক সপ্তাহ সময় এমনকি কয়েক মাস সময় লেগেছিল। এটা হয়েছে বিশ্বের ভাগ্য মাত্র পাঁচটি দেশের ওপর ছেড়ে দেওয়ায়। সুতরাং বিশ্বের বিভিন্ন দেশগুলোর সাথে এহেন এরকম স্বৈরাচারী অন্যায় বন্ধ করতে হলে ন্যায়বিচারের স্বার্থে সুরক্ষা কাউন্সিলে সংস্কার আনার বিকল্প নাই।