দৈনিক সমাজের কন্ঠ

বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যাঃ ২০ ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুদন্ড, ৫ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজঃ দুই বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে রুমে ডেকে নিয়ে মারধর ও পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর শাহবাগ থানার মামলায় বুয়েটের বহিষ্কৃত ২০ শিক্ষার্থীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ই ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার নির্ধারিত দিনে সকাল সোয়া ৯টার পর কারাগারে থাকা মামলার ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ২৮ নভেম্বর ধার্য করেন। কিন্তু ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে আজকের ৮ই ডিসেম্বর ধার্য করেন আদালত।