দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে ‘ফণী‘র প্রভাবে দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

শেখ জাকারিয়া (অভয়নগর) – অভয়নগরে ‘ফণী‘র প্রভাবে দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। অভয়নগরে ঘুর্ণিঝড় ফণির প্রভাবে ৩রা এপ্রিল শুক্রবার রাত থেকে দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। লোকজন আতংকে ঘর থেকে বের হয়নি। উঠতি বোরো ধানের সামান্য ক্ষয় ক্ষতি হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফণির আভাস পেয়ে কৃষক সচেতন হয়। উপজেলার ৮০ শতাংশ ধান তোলা সম্ভাব হয়েছে। বাকি ধানের সামন্য ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুজ্জামান জানান, উপজেলার কোথাও তেমন কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে উঠতি বোরো ধানের কিছুটা ক্ষতি হয়েছে।