সমাজের কন্ঠ ডেস্ক। অবশেষে ফরিদপুর মেডিকেল কলেজ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রাখা হয়েছে।
রোববার (৪ঠা এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব মো. আলী নুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সরকার ‘ফরিদপুর মেডিকেল কলেজ’ ও ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ এর নাম পরিবর্তন করে যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করলেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
– মেডিভয়েস।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।