শাবিপ্রবি’র উপাচার্য ফরিদের পদত্যাগ দাবীতে ফুটবলে ‘ফরিদ’ লিখে ফুটবল ম্যাচ

0
0

ডেস্ক নিউজঃ শাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবীতে ফুটবলে নাম লিখে ‘উপাচার্য বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ খেলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৭শে জানুয়ারী) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ‘আজ মুক্তমঞ্চ’-এর সামনে এ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) হতে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ধারাবাহিক বিক্ষোভ চলার সময় ১৬ জানুয়ারি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আইসিটি ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। এসময় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হলে তা বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ভিসির পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। এরপরও তাদের দাবি পূরণ না হওয়ায় গত ১৯ জানুয়ারি দুপুর থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। পরে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হকের প্রচেষ্টায় দীর্ঘ ১৬২ ঘণ্টা পর বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা ২১ মিনিটের দিকে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ভাঙেন। এরপরও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here