দৈনিক সমাজের কন্ঠ

ফাইনালে এমবাপ্পের গোল অবৈধ ছিলো, ফ্রান্সের সমালোচনার জবাবে মুখ খুললেন রেফারি

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ ঘিরে ফ্রান্সের কয়টি গনমাধ্যম মেসির ৩য় গোল অবৈধ আখ্যা দিয়ে রেফারির সমালোচনা করায় এবার চটেছেন খোদ সেই রেফারি মার্সিনিক। তিনি মোবাইলে ম্যাচের কিছু ছবি দেখিয়ে বলেছেন এমবাপের গোল অবৈধ ছিল! ম্যাচে এমবাপ্পে গোল করার আগ মুহুর্তেই মাঠে ঢুকে পড়ে ফ্রান্সের ৭-৮ জন সাইড বেঞ্চের খেলোয়াড়। তাছাড়া ফ্রান্সের ৩য় গোলটি করা পেনাল্টিও ছিলো ভুল, পরে ভিডিও ফুটেজে দেখা গেছে ফ্রান্সের এক ফুটবলার আর্জেন্টিনার পেনাল্টি বক্সে হাত দিয়ে বল থামিয়েছিলো, এটি হয়েছিলো নিছক চোখের আড়াল হওয়ায়।

গত রবিবার শতাব্দী সেরা ফাইনাল দেখেছে ফুটবল বিশ্ব। সেই ম্যাচের হ্যাংওভার যেন এখনও কাটার নয়। নির্ধারিত সময়ে ২-২ থাকায় খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানে মেসি ৩-২ করলেও এমবাপে পেনাল্টি থেকে গোল করে সমতা ফিরিয়ে খেলা নিয়ে যান টাইব্রেকারে। যেখানে এমি মার্টিনেজের হিরোগিরিতে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

বিতর্কবিদ্ধ সেই ম্যাচের পর ফ্রান্সের তরফে অভিযোগ করা হয়, মেসির দ্বিতীয় গোলের সময়ে মাঠে আর্জেন্টিনার জার্সিতে দু-জন সাইড বেঞ্চের প্লেয়ার ঢুকে পড়েছিল। এমনকি ফ্রান্সের সংবাদমাধ্যম লা ইকুঁয়েপ রেফারি মার্সিনিয়াক-কে ঠুকে প্রতিবেদন বের করে যার শিরোনাম, “কেন আর্জেন্টিনার তৃতীয় গোল দেওয়া উচিত হয়নি!” এমনকি রেফারির এই ভুল দেখিয়ে ২ লাখের বেশি ফরাসির সই সম্বলিত পিটিশন জমা দেওয়া হয়েছে রি-ম্যাচের দাবিতে।

এমন বিক্ষোভের জবাব দিলেন এবার ফাইনাল ম্যাচের সেই রেফারি মার্সিনিক নিজেই। মার্সিনিয়াক পোল্যান্ডে ফিরে সাংবাদিক সম্মেলনে এমন প্রশ্নের মুখে পড়তেই নিজের ফোন পকেট থেকে বের করে ছবি দেখিয়ে বলে দিলেন, “ফরাসিরা তো এই ছবির কথা বলছে না যে, এমবাপে যখন গোল করল তখন পিচে সাতজন ফ্রেঞ্চ ফুটবলার মাঠে ঢুকে পড়েছিলো।

 

সোর্স- পোল্যান্ডের গনমাধ্যম

(এমবাপের গোলের সময় মাঠে সাতজন ফ্রান্সের সাইড ফুটবলার মাঠে ঢুকে পড়েছিল, ছবিতেই স্পষ্ট)