দৈনিক সমাজের কন্ঠ

দেশে পাবজি ও ফ্রি ফায়ার নিষিদ্ধ হলেও কিশোররা সহজে খেলতে পারছে গেমসগুলি

ডেস্ক নিউজঃ বাংলাদেশে অনলাইন গেমস পাবজি ও ফ্রি ফায়ার নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, পাড়া মহল্লায় উঠতি বয়সী কিশোর- যুবকরা এখনও আগের মতোই খেলতে পারছেন নিষিদ্ধ ওই গেমসগুলি এবং সহজেই ডাউনলোড করা যাচ্ছে গুগল প্লে স্টোর থেকেও। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, ইতোমধ্যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে। অন্য ‘ক্ষতিকর’ অ্যাপগুলোও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো অ্যাপ বন্ধ এবং বাংলাদেশ থেকে লিংক সরিয়ে নেওয়ার জন্যও চিঠি দেওয়া হবে।