দৈনিক সমাজের কন্ঠ

ঢাকার গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ড। ব্যাপক ক্ষয়ক্ষতি।

ডেস্ক রিপোর্ট – রাজধানী ঢাকার গাজীপুরে এক পোশাক কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এই অগ্নিকান্ডে পোশাক কারখানার গুদাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার গভীর রাত্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিস সহ ৭টি ইউনিটের কর্মীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুরের ভোগড়া নামক এলাকায় গতকাল রোববার রাত অনুমান সাড়ে ৩টার দিকে গরীব অ্যান্ড গরীব পোশাক কারখানার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় তুলার গুদামে আগুনে লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি, টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট ৭টি ইউনিট প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ওই গুদামের থাকা সুতাও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

 

Chat Conversation End